জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
রাজধানীর নিউমার্কেট এলাকায় এক নারী অবাধ্য সন্তানকে বাধ্য করার আশায় কথিত এক কবিরাজের কাছে গিয়েছিলেন। সেই সুযোগে কবিরাজ পরিচয়ে একটি চক্র তার কাছ থেকে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় কথিত কবিরাজ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।
জানা গেছে, মামলার পর পুলিশ চক্রটির ছয় সদস্যকে বুধবার রাজধানীর জিগাতলা, রায়েরবাজার এবং বৃহস্পতিবার ভোরে যশোর জেলায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তারা হলেন রাকিব মাতব্বর, মো. আলাউদ্দিন ব্যাপারী, মো. মহিউদ্দিন ব্যাপারী, মো. মানিক, মো. ফরহাদ হোসেন ও মো. মেহেদী হাসান। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির।
ফেসবুকে ভিডিও দেখে কবিরাজের দারস্থ:
পুলিশ বলছে, ওই নারী গত ১৯ আগস্ট কোরআনিক শিফা নামে একটি ফেসবুক পেজে অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায় শিরোনামের একটি ভিডিও দেখেন। এরপর তিনি পেজে দেওয়া নম্বরে কল করেন। পরে কবিরাজ পরিচয়ে থাকা ব্যক্তির কাছে গিয়ে ছেলেকে বাধ্য করার সমাধান চান। এরপর বিভিন্ন জিনিস কেনার নাম করে তার কাছ থেকে মোট ৩৫ লাখ টাকা নেয় চক্রটি।
যেভাবে প্রতারিত হলেন সেই নারী:
নিউমার্কেট জোনের এসি মো. জাহাঙ্গীর কবির জানান, প্রথমে কবিরাজ পরিচয়ের ব্যক্তি ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র কেনার অজুহাতে বিকাশে ৫ হাজার ৫০০ টাকা নেন। পরদিন পুনরায় ফোন করে জ্বীন পরিচয়ে চক্রের একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে শিশুটির ভবিষ্যৎ নিয়ে ভয় দেখান। পরে সমাধানের জন্য ৪৯ হাজার টাকা দাবি করেন। ছেলের কথা ভেবে ওই নারী টাকাটি পাঠান।
এরপর একই কৌশলে ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৩৫ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বিষয়টি বুঝতে পেরে ওই নারী নিউমার্কেট থানায় প্রতারণার মামলা করেন। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এমআইকে/এআর