জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, গণঅভ্যুত্থানের পর ঢাকাসহ সারাদেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের কার্যক্রম এখনো চলমান। অস্ত্র উদ্ধার হচ্ছে এবং তা ভবিষ্যতেও চলবে। তবে এ বিষয়ে সরকারের কোনো ব্যর্থতা নেই।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লুট হওয়া অস্ত্রের সংখ্যা, উদ্ধার হওয়া অস্ত্র এবং সরকারের ব্যর্থতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের কোনো ব্যর্থতা নেই। উদ্ধার হচ্ছে এবং হতে থাকবে।
ভারী অস্ত্র বাইরে আছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, ভারী অস্ত্র কোনো বাইরে নেই।
তবে লুট হওয়া কি পরিমাণ অস্ত্রে বাইরে রয়েছে এবং কতটি উদ্ধার হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি। পরে তিনি এ প্রশ্নের জবাব না দিয়েই চলে যান।
পুলিশ অধ্যাদেশ পাশের বিষয়ে মন্তব্য করতে গিয়ে জাহাঙ্গীর আলম বলেন, আইন করা হয় জনগণের সেবার জন্য। নতুন এই আইনও করা হয়েছে যাতে জনগণ আরও ভালো সেবা পায়। বাহিনী যদি কোনো বিষয়ে সমস্যায় পড়ে, তারা সুপারিশ পাঠাতে পারে।
তবে আইজিপিকে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পূর্বাচল ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থা ও বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদকে স্মরণ করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস সারাদেশে ৬২ হাজার ভলান্টিয়ার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে, যার মধ্যে ৫৫ হাজারের বেশি ভলান্টিয়ারকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় সরকারি বাহিনীর পাশাপাশি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মহড়া দেখে আমি সন্তুষ্ট। প্রয়োজনের সময় আপনারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন বলে বিশ্বাস করি।
উল্লেখ্য, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ১৯৮৫ সাল থেকে প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
এমআইকে/এএস