নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ এএম
পুকুরের পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে দগ্ধ হওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে সুস্থ হতে এখনও অনেক সময় লাগবে। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আল আমিনের শরীরের ২৮-৩০ শতাংশ দগ্ধ হয়েছে। শুরুতে তার শারীরিক অবস্থা মারাত্মক পর্যায়ের ছিল। আস্তে আস্তে অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শরীর দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সুস্থ হতে অনেক সময় লাগবে। চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাকে সুস্থ করা তোলার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক বারডেমের এক চিকিৎসক বলেন, ‘আগুনের তীব্রতা বেশি থাকায় শরীর বেশি পুড়ে গেছে। তার অবস্থা আগের চেয়ে ভালো। এখন আশঙ্কামুক্ত। তবে হাসপাতালে থাকতে হবে। তার শারীরিক যত্নের কোনো কমতি রাখা হচ্ছে না।’
জানা গেছে, কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নে। শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার দাড়িয়াপুর গ্রামে একটি পুকুরে মাচা তৈরি করে পুকুরের পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে শীতের গোসলের ফানি ভিডিও বানানোর চিত্রধারণ করছিলেন আল-আমিনের সহযোগীরা। তবে অতিরিক্ত পেট্রোল ঢালার ফলে স্বাভাবিক বড় শিখা তৈরি হলে আল-আমিন পানিতে ঝাঁপ দেন। এতে তিনি দগ্ধ হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা রাজধানী ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।
আল-আমিনের সহযোগী আজাদ হোসেন জনি জানান, শীতকালীন ভিডিও বানাতে গিয়ে ঘটনাটি ঘটে। সেদিন সকাল সাতটার দিকে পুকুরের পানিতে পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসল করার ভিডিও শুরু করা হয়। আগুন দিতেই হঠাৎ বাতাসে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে আল আমিনের শরীরের পিঠ, পা এসব দিক দগ্ধ হয়।
এসএইচ/এমআই