images

জাতীয়

এভারকেয়ার হাসপাতালে কঠোর অবস্থানে পুলিশ-বিজিবি

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা তীব্রভাবে জোরদার করা হয়েছে। হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড বসানো হয়েছে এবং প্রায় শতাধিক পুলিশ ও বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। হাসপাতালের প্রবেশপথ, পার্কিং এলাকা এবং আশেপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সদস্যরা টহল দিচ্ছেন, যাতে কেউ অযথা ভিড় তৈরি করতে না পারে বা কোনো অশান্তি সংঘটিত না হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীদের ভিড় ক্রমশ বাড়ছে। এর ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। পুলিশ ও বিজিবি সদস্যরা প্রবেশপথে নজরদারি চালাচ্ছেন এবং মানুষের যাতায়াত নিয়ন্ত্রণে রাখছেন। ব্যারিকেডের সাহায্যে বাইরে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং হাসপাতালে অপ্রয়োজনীয় লোক প্রবেশ থেকে বাধা দেওয়া হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাসপাতালের শান্তি বজায় রাখা এবং রোগী ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী  সর্বদা প্রস্তুত রয়েছে। অতিরিক্ত ভিড়, অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য সদস্যরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ চালাচ্ছেন। নিরাপত্তা বাহিনী বাধ্য হয়েই ব্যারিকেডের মাধ্যমে সড়কের কিছু অংশ বন্ধ রেখেছে এবং হাসপাতালে প্রবেশের সময় মানুষের দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পুলিশ ও বিজিবি সদস্যরা হাসপাতালে প্রতিটি কোণায় উপস্থিত এবং সিসিটিভি ও মোবাইল টহল চালাচ্ছেন। বাহিনী হাসপাতালের ভেতরে প্রবেশ ও বাইরে অবস্থানরত মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

দলের শীর্ষ নেতাকর্মীরা বলছেন, এই নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ খালেদা জিয়ার চিকিৎসা চলাকালীন সময় দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া এই ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হতো। তাদের তৎপরতা হাসপাতালে শান্তি বজায় রাখার পাশাপাশি চিকিৎসা পরিবেশকে নিরাপদ রাখার ক্ষেত্রে অপরিহার্য।

এএইচ/এআর