images

জাতীয়

বন্দর ইজারা বাতিলের দাবিতে বাম জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

লালদিয়া ও পায়রা বন্দরের ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাম দলগুলো। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

লালদিয়া ও পায়রা বন্দরের ইজারা চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, জাতীয় গণফ্রন্টের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে বক্তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থের পরিপন্থী এবং এটি দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলবে।

সমাবেশে নেতারা বলেন, লালদিয়া ও পায়রা বন্দরের ইজারা চুক্তি দেশের অর্থনৈতিক নীতি ও জনগণের স্বার্থের বিরুদ্ধে। তারা দাবি করেন, এসব বন্দর পরিচালনার ক্ষেত্রে দক্ষ জনবল, অভিজ্ঞতা ও সক্ষমতা দেশের মধ্যেই রয়েছে। তাই বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দরের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার কোনো যৌক্তিকতা নেই। বরং এমন সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ অর্থনীতি, বাণিজ্য এবং সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রভাব বাড়িয়ে দিতে পারে।

বক্তারা আরও বলেন, দেশের শ্রমজীবী ও বন্দর-নির্ভর জনগোষ্ঠী এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইজারা নীতির কারণে কর্মসংস্থানের ওপর প্রভাব পড়বে, পাশাপাশি দেশের নিজস্ব শিল্প ও বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। তারা জোর দিয়ে বলেন, দেশের সম্পদ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সমাবেশে নেতারা সরকারের প্রতি দাবিসমূহ তুলে ধরে বলেন লালদিয়া ও পায়রা বন্দরের ইজারা চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে এবং চট্টগ্রাম বন্দরের বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে বাম জোটের বিভিন্ন দল, শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানে সমাবেশ এলাকা মুখর হয়ে ওঠে।

এম/এমআই