images

জাতীয়

পোস্টাল ভোট: নিরাপত্তায় কঠোর নিয়ন্ত্রণ, এক ফোনে সর্বোচ্চ একটি আবেদন

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে একটি মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে একবারই নিবন্ধন করার বিধান করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন বিষয়টি জানিয়েছে। 

ইসি জানায়, ভোটারের, পোস্টাল ব্যালট ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এ নিয়ম করা হয়েছে। এতে করে একটি মোবাইলে অ্যাপ ব্যবহার করে ভোটাদানের সময় একজন ব্যক্তি একটি মোবাইল দিয়ে শুধুমাত্র একবার আবেদন করতে পারবে। এক্ষেত্রে একাধিকবার মোবাইল ব্যবহার করতে পারবেন না কেউ।

ইসি কর্মকর্তা বলেন, ‘বিগত পোস্টাল ব্যালট অকার্যকর ছিল। এজন্য আইটি সাপোর্টেড পোস্টালে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নও করেছে কমিশন। প্রবাস থেকে ভালো সাড়া পাচ্ছি। এখন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন সময় আসলে বোঝা যাবে তারা কতটা আগ্রহী।’

গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) নিবন্ধনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য সময় খোলা থাকবে। 

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাথমিকভাবে প্রবাসীদের ১০ লাখ ব্যালট প্রিন্ট ও টার্গেট ৫০ লাখ প্রবাসীর ভোট টানার।

এমএইচএইচ/এমআই