images

জাতীয়

হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নিলেন তিন বাহিনীর প্রধানরা 

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তিন বাহিনীর প্রধানরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনীর প্রধান হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে। 
 
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মেডিকেল বোর্ড সদস্যদের কাছ থেকে বিদায় নিয়েছেন। পরে নৌবিহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিদায় নেন। সবশেষ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতাল ছাড়েন।

বিইউ/ক.ম