images

জাতীয়

চাওয়া মাত্র ট্রাভেল পাস পাবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনো ট্রাভেল পাস চাননি। তবে তিনি চাওয়া মাত্র এই পাস দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট আছে কি না—এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। তিনি এখনো ট্রাভেল পাস চাননি; চাইলেই তা সঙ্গে সঙ্গে ইস্যু করা হবে।

আরও পড়ুন

তারেক রহমান ‘শিগগিরই’ দেশে আসছেন: সালাহউদ্দিন

মানুষের দোয়া ও ভালোবাসায় আপ্লুত তারেক রহমান

এসময় উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে চিকিৎসকদের পরামর্শ ও দলের সিদ্ধান্ত অনুযায়ী সরকার সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।

তৌহিদ হোসেন আরও বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এছাড়া তারেক রহমানের ঢাকা আসা নিয়ে এখনো সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি।

এসএইচ/জেবি