নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
রাজধানীর মুগদা এলাকায় ভূমিকম্পে নির্মাণাধীন একটি ভবনের ছাদের রেলিং ধসে মাকসুদ নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ওয়াসা রোডে এ ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তাকর্মীর নাম মাকসুদ। তিনি নোয়াখালী জেলার রামগতি উপজেলার চরসীতা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ভূমিকম্পের সময় মুগদা ওয়াসা রোডের একটি নির্মাণাধীন ভবনের ছাদের রেলিং ধসে ৫০ বছর বয়সী এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় নিরাপত্তাকর্মী ভবনের ওপরে ছিলেন। তিনি কাঁপুনি দেখে ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসেন। বাইরে আসার পরই ভবনেরই ছাদের রেলিং ভেঙে মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একেএস/এমআর