আব্দুল হাকিম
২১ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
* পুরনো ভবনের বহিরাংশ ঝুঁকিপূর্ণ এবং রক্ষণাবেক্ষণহীন
* ভবনের রেলিং দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত এবং শক্ত ভিত্তির সঙ্গে সংযুক্ত ছিল না
* সব হাসপাতালে ভূমিকম্পে আহতদের চিকিৎসায় মেডিকেল টিম কাজ করছে
* রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে, তবে বড় কোনো ক্ষতি হয়নি-ফায়ার সার্ভিস
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা। হঠাৎ ভূমিকম্প অনুভব করে রাজধানীর বাসিন্দারা। পুরান ঢাকার বংশালের ভবনগুলো কেঁপে ওঠে, মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় ছুটে আসে। ঠিক এমন মুহূর্তে সাততলা একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারীর ওপর। মুহূর্তের মধ্যে রাস্তায় রক্ত ছড়িয়ে পড়ে, নিভে যায় তিনটি প্রাণ।
ভূমিকম্পের পর এলাকার এলাকার মানুষ ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। মহল্লার বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে যান। রাস্তায় কেউ হাঁটতে চায় না, কেউ দোকান খুলতে চায় না। মানুষের চোখে ভয়, মুখে কাঁপুনি। এই ঘটনায় পুরো এলাকা মুহূর্তের মধ্যে শোক এবং আতঙ্কে আবদ্ধ হয়েছে। শুক্রবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ভবনটির রেলিং কোনো পিলার বা শক্ত ভিত্তির সঙ্গে সংযুক্ত ছিল না। দীর্ঘদিন ধরে ক্ষয় হওয়া লোহার রেলিংটি ভূমিকম্পে ভেঙে নিচে পড়ে। আশেপাশের অন্যান্য ভবনের রেলিং, গার্ডার ও লোহার কাঠামোও একই অবস্থা। রেলিং ভেঙে পড়ার সময় তিন পথচারী নিজেদের বাঁচানোর সুযোগ পাননি।
স্থানীয়রা জানান, ঝাঁকুনি অনুভব করার সঙ্গে সঙ্গে মানুষ এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছিল। বিকট শব্দে রেলিং ভেঙে মাটিতে পড়ে গিয়ে মুহূর্তের মধ্যে তিনজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানান, তাদের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তিনজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, পুরান ঢাকার ভবনগুলো অনেকাংশে ঝুঁকিপূর্ণ। এমন পুরোনো ভবনের লোহার রেলিং, বারান্দার গার্ডার এবং অন্যান্য বহিরাংশ বহু বছর ধরে রক্ষণাবেক্ষণহীন রয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ঝাঁকুনির সময় এ ধরনের দুর্ঘটনা অনিবার্য হয়ে দাঁড়ায়।
এমন পরিস্থিতিতে এলাকার মানুষ জানান, শুক্রবার হওয়ায় রাস্তায় মানুষের সংখ্যা তুলনামূলক কম ছিল। অন্যথায় ঝাঁকুনির সঙ্গে সঙ্গে আরও বড় ধ্বংসাবশেষ এবং প্রাণহানির সম্ভাবনা ছিল। কেউ কেউ বলছেন, এ ঘটনায় প্রত্যেক মুহূর্তেই জীবন কতটা ভঙ্গুর, তা তারা চোখে দেখেছেন। এক দোকানদারের কথায়, তিনি দোকানে বসে ছিলেন। হঠাৎ ঝাঁকুনি অনুভব করার সঙ্গে সঙ্গে দোকানের শোকেস ও মালামাল দুলতে শুরু করে। বাইরে বের হয়ে দেখেন রেলিং ভেঙে একজন পথচারীর মাথায় পড়ে গেছে।
আরেক প্রত্যক্ষদর্শী আবুল হাসনাত জানান, তার মামার মাথা ও হাত ভেঙে গেছে এবং একজন ছোট বাচ্চাও আঘাত পেয়েছে। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। হাসপাতালের কর্তৃপক্ষও জানাচ্ছে, আহতদের অবস্থা গুরুতর।
এখনও পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রা ও পুলিশের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।
বংশাল থানার সহকারী পরিদর্শক (এসআই) আশিষ কুমার ঘোষ জানান, এখনো নাম পরিচয় পাওয়া যায়নি। কারণ যে অফিসাররা ওখানে গেছে তারা এখনো আসেননি।
আশিষ কুমার ঘোষ বলেন, আজ শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ১০টা ৪৫ মিনিটের সময় কসাইটুলির ২০ নাম্বার স্থানে অবস্থিত সাততলা একটি ভবনের ছাদের রেলিং ভেঙে রাস্তায় পড়ে। এতে পথচারী তিনজন আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হতে পারে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তাদের চিকিৎসা দিচ্ছেন।
মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন, তিনি হাসপাতালে এসে বিভিন্ন ওয়ার্ডে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নরসিংদীতে নিহত শিশু ও তাদের পরিবারের সঙ্গে কথোপকথন করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব হাসপাতালে ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য জরুরি মেডিকেল টিম কাজ করছে এবং পরিস্থিতি সরাসরি মনিটর করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহের ব্যবস্থা সরকার থেকে করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও সার্বিক পরিস্থিতি মনিটর করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রয়েছেন। তার মা এবং আরও অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকে গুরুতর আছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১০ জন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজেও ১০ জন আহত ভর্তি আছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজে ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত, যার মধ্যে তিনজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া ১০০ বেড হাসপাতালেও ১০ জন আহত ভর্তি আছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কিছু অংশ হেলে পড়েছে। তবে একের পর এক ভবন ধসে পড়ার খবর গুজব। তিনি বলেন, গুজব ছড়ানো হয়েছে, যার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও ছিল। পরে ফায়ার সার্ভিসের টিম সেখানে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি লক্ষ্য করেনি।
খালেদা ইয়াসমিন জানান, আরমানিটোলার কসাইটুলির একটি ভবনের একপাশ ধসে পড়েছে। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। তবে ভবনটির তেমন কোনো ক্ষতি হয়নি। খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা ভবনে ইট পড়ে একজন আহত হয়েছেন। এছাড়া বারিধারা ব্লক-এফ, রোড-৫-এ একটি বাসায় আগুন লাগার সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। সূত্রাপুর স্বামীবাগে আটতলা একটি ভবন অন্য একটি ভবনের ওপর হেলে পড়ার খবর পেয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদের বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষতি হয়নি। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ায় সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে মাঠে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া ক্ষয়ক্ষতির খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত রেসপন্স করছেন। কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দিতে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এএইচ/ক.ম