images

জাতীয়

২০২৫ সাল: ঢাকায় এটি তৃতীয় দফায় ভূমিকম্প

ঢাকা মেইল ডেস্ক

২১ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়।

এটিকে দেশের ইতিহাসে ‘স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প’ হিসেবে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার।

তিনি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালে এত বড় ভূমিকম্প হয়নি। মাটির ওপর কম্পনের যে তীব্রতা, এটা স্মরণকালের সবচেয়ে বেশি। একজন কাজের লোক বললো, গাছপালা যেভাবে দোলে, বিল্ডিং এভাবে দুলছে। এটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

587269435_25869096896030394_5683392017599126760_n

২০২৫ সালে ঢাকায় তিনটি ভূমিকম্প হয়

আজকের সকালের ভূমিকম্পসহ ২০২৫ সালে ঢাকায় মোট তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে ঢাকায় সর্বশেষ ভূমিকম্প হয়েছিল। ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ওই ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

এছাড়াও, ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি অঞ্চলে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেসময় দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।

main

ভূমিকম্প কেন হয়?

ভূ -অভ্যন্তরে শিলায় পীড়নের জন্যে যে শক্তির সঞ্চয় ঘটে, সে শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূ-পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ-ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়; এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। সাধারণত কম্পন-তরঙ্গ থেকে যেই শক্তির সৃষ্টি হয়, তা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায়।

আরও পড়ুন: ঢাকার আশপাশে বারবার ভূমিকম্প, কোথায় ঝুঁকি কতটা, ইতিহাস কী বলছে?

পৃথিবীর অভ্যন্তরে ভূ-আন্দোলনের ফলে উৎপন্ন আকস্মিক শক্তি গুলির মধ্যে অন্যতম হল ভূমিকম্প। ভূমিকম্পের ফলে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়, সম্পদের ক্ষয়ক্ষতি হয় ও মানুষের প্রানহানী ঘটে।

আজকের ভূমিকম্পের কেন্দ্র বা উৎপত্তিস্থল কোথায় ছিল?

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

earth

দেশের কোথায় কোথায় ভূমিকম্প অনুভূত হয়েছে

গাজীপুর, চাঁদপুর, মাদারীপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্প কত কতক্ষণ হয়েছিল

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

আরও পড়ুন: আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল?

বাংলাদেশ ছাড়াও ভারতেও ভূমিকম্প হয়েছে

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

এজেড