images

জাতীয়

ধানমন্ডি বত্রিশে দফায় দফায় উত্তেজনা  

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকাকে কেন্দ্র করে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই উত্তেজনা বাড়তে থাকে। কলাবাগান, শুক্রাবাদ ও পান্থপথজুড়ে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও আইনশৃঙ্খলা বাহিনী সফল হতে পারেনি।
 
চতুর্দিক থেকে আন্দোলনকারীরা ধানমন্ডি ৩২ ঘিরে অবস্থান নেন। তাদের দাবি—ধানমন্ডি ৩২ ভাঙতে না দিলে তারা সেখান থেকে সরে যাবেন না।  

IMG_1826
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকাকে কেন্দ্র করে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই উত্তেজনা বাড়তে থাকে। ছবি: ঢাকা মেইল 

 

অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, প্রচলিত আইনের বাইরে কিছুই হতে দেওয়া হবে না এবং ধানমন্ডি ৩২–এ কেউ প্রবেশ করতে পারবে না। মব তৈরি করে কোনো ধরনের ভাঙচুরও তারা বরদাশত করবে না।
 
তীব্র উত্তেজনা ও অচলাবস্থার মধ্যে পুরো এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

এম/ক.ম