নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
মানবতাবিরোধী অপরাধ মামলায় মেখ হাসিনার বিরুদ্ধে রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে জড়ো হয়েছেন নানা শ্রেণি-পেশার সাধারণ জনতা। উন্মুক্ত মঞ্চে হাসিনাকে ১৪০০ বার ফাঁসি দেওয়া দাবি জানিয়েছেন তারা।
সোমবার (১৭ নভেম্বর) সকালে ‘গণহত্যার ক্ষমা নাই, সকল ঘাতকের কল্লা চাই’-এমন নানা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হাইকোর্টের মূল ফটকে জড়ো হয়েছেন ওইসব সাধারণ জনতা। তাদের মধ্যে আছেন রিকশাচালক থেকে শুরু করে দিনমজুর ও বিভিন্ন সংগঠন।

তাদের একটাই দাবি, দ্রুত হাসিনার রায় কার্যকর করতে হবে। যেকোনো উপায়ে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। এসময় অনেককে মিষ্টি নিয়ে হাইকোর্টের গেইটে সমবেত হতে দেখা যায়। মামলার রায় ঘোষণার পরপরই মিষ্টি বিতরণ করা হবে বলে জানান তারা।
দুপুর ১২টায় হাইকোর্টের মূল ফটেকের সামনে হাসিনার ফাঁসির দাবিতে একটি মিছিল নিয়ে আসে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ।

এসময় তারা বলেন, আমরা স্বৈরাচার হাসিনার ফাঁসির রায় দেখতে এসেছি। হাসিনার রায়ের পর পুর শহরজুড়ে আমরা আনন্দ মিছিল করব। আমাদের দাবি, হাসিনাকে একবার নয়, অন্তত ১৪০০ বার ফাঁসি দিতে হবে। প্রতিটি হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় তার ফাঁসি কার্যকর করতে হবে।’
অন্যদিকে, জনজোট বিপ্লবী মঞ্চ নামে আরেকটি সংগঠন সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মিছিল করছে। তাদের দাবি, হাসিনার ফাঁসির রায় যেকোনো উপায়ে কার্যকর করতে হবে। তার ফাঁসি কার্যকর না হলে যেকোনো সময় আবারও আন্দোলনে নামবে জনতা।
একেএস/এএইচ