নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
এই দেশে আর কেউ যেন শেখ হাসিনার মতো স্বৈরশাসক হয়ে ওঠার সাহস না পায় বলে মন্তব্য করেছেন সাবেক শিবির নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
মির্জা গালিব লিখেছেন, ‘খুনী ফ্যাসিস্ট হাসিনার বিচার সত্যি সত্যি হইতেছে, আমাদের চোখের সামনে- এইটুকূ অনেক বড় শান্তি। আর কেউ যেন কোনোদিন এই দেশে হাসিনা হয়ে উঠার সাহস না পায়।’
এদিকে এই মুহূর্তে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় পড়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিছুক্ষণ বাদেই যাবে রায়ে তাদের কী সাজা হয়।
এ উপলক্ষে ট্রাইব্যুনালের বাইরে অপেক্ষমাণ জুলাইয়ে শহীদদের পরিবার এবং আহতরা। তারা শেখ হাসিনাসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এসএইচ/এএইচ