নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
রাজধানীর দুই এলাকা মিরপুর ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে এ দুটি ঘটনা ঘটানো হয়।
এর মধ্যে হাতিরঝিলে এলাকায় ককটেল বিস্ফোরণে একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মিরপুরে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর বিআরটিএ-এর ভেতর সন্ধ্যা ৬টায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এরপর হাতিরঝিল মধুবাগ ব্রিজের ওপর থেকে নিচে সড়কে একটি ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এ ঘটনায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, ‘আমরা ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
একেএস/এএইচ