images

জাতীয়

সীতাকুণ্ড ট্রাজেডি: এক মাস পর আরও একজনের দেহাবশেষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই ২০২২, ১২:২৬ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের দেহাবশেষ পাওয়া গেছে। বিস্ফোরণের এক মাস পর সোমবার বিকাল পৌনে চারটার দিকে ডিপোর ভেতরে টিনশেড পরিষ্কারের সময় দেহাবশেষটি পাওয়া যায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে ডিপোর ভেতর শেডের টিন পরিষ্কারের সময় কর্মচারীরা দেহাবশেষটি দেখতে পায়। পরে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’

এ নিয়ে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০ জনে।

গত ৪ জুন রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণে বাড়ে আগুনের ভয়াবহতা।

পরবর্তীকালে ফায়ার সার্ভিস ছাড়াও বিভিন্ন বাহিনীর সহায়তায় ৮৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে ৪৯ জন মারা যায়। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন কয়েক শ মানুষ। তাতের মধ্যে অনেকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যান।

এমআর