নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম তারিক সাইদ মামুন। তার বিস্তারিত পরিচয় এবং এই হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে যে কিলিং মিশন চালানো হয় তা ওই এলাকার সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার কিছু সময় আগে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১০টা ৫২ মিনিট। ন্যাশনাল হাসপাতালের গেইটে লোকজনের স্বাভাবিক আনাগোনা। ১০টা ৫৩ মিনিট ১৪ সেকেন্ডে হঠাৎ সাদা চেক শার্ট পরিহিত একজন হাসপাতালের দিকে দৌড়ে ঢুকছিলেন। পেছন থেকে মুখে মাস্ক ও ক্যাপ পরিহিত দুজন প্রকাশ্যে গুলি করতে করতে হাসপাতালের ভেতর চলে আসেন। মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ডে কয়েক রাউন্ড গুলি করে তারা মুহূর্তেই চলে যান। এ ঘটনার পর আশপাশের লোকজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন।
এ ঘটনায় ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় এবং এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।
একেএস/জেবি