জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম তারিক সাইফ মামুন। বাবার নাম এস এম ইকবাল। ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী তার জন্ম তারিখ ২৬ সেপ্টেম্বর ১৯৭০।
সোমবার (১০ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে বলে ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার এসআই আব্দুর রহমান।
পুলিশ কর্মকর্তা বলেন, এমন একটি ঘটনা শুনেছি। তবে আমাদের এলাকার মধ্যে পড়েনি, সেটা পড়েছে সূত্রাপুর থানার মধ্যে। ঘটনা সত্য।
এ বিষয়ে সুত্রাপুর থানা পুলিশের কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঢাকা মেইলকে বলেন, বেলা ১১টায় ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে কে বা কারা তাকে গুলি করে। পরে মেডিকেল কলেজটির একজন স্টাফ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
এমআইকে/জেবি