images

জাতীয়

পাল্টে যাচ্ছে ঢাকার ট্রাফিক পুলিশ বক্স

রিপন সালাউদ্দিন

০৯ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

রাজধানী ঢাকার রাস্তার মোড়ে মোড়ে নজরে পড়ে পুলিশ বক্সের। চার দেয়ালের এসব পুলিশ বক্স দেখতে অনেকটাই মুরগির খোপের মতোই। তবে এখন এসব পুলিশ বাক্সের আধুনিকয়ন হচ্ছে।

এবার ঢাকার রাস্তায় দেখা মিলছে নতুন রূপের আধুনিক পুলিশ বক্সের! এগুলো দেখতে হবে অনেকটাই ইউরোপের ঘরবাড়ির মতো। নান্দনিক ডিজাইনে কনটেইনার দিয়ে নির্মিত এই বক্সগুলো হবে জায়গা-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।

বর্তমানে রাজধানীতে যেসব পুলিশ বক্স আছে সেগুলো ফুটপাতের উপর নির্মিত। তবে নতুন ডিজাইনের পুলিশ বক্সগুলো নির্মিত হবে মাটি থেকে উপরে। ফলে নিচ দিয়ে পথচারীরা নির্বিঘ্নে হাঁটতে পারবেন, আর উপরে থাকবে পুলিশের কার্যক্রমের জায়গা।

চলতি মাসেই আগারগাঁওয়ে প্রথম এই আধুনিক পুলিশ বক্স উদ্বোধন হচ্ছে। ধীরে ধীরে ঢাকার সব পুলিশ বক্স এই ডিজাইনে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

রবিবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান, “আমাদের পুলিশ বক্সগুলো নতুন ডিজাইনে তৈরি হচ্ছে। নিচ দিয়ে পথচারীদের হাঁটার পথ ঠিক রেখে ডিজাইন করা হয়েছে। এই মাসেই আগারগাঁওয়ের বক্সটি উদ্বোধন হবে।” নতুন পুলিশ বক্সগুলো ২০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতার কনটেইনার আকারে নির্মাণ করা হচ্ছে। এগুলোতে যথাযথ ইনসুলেশনসহ আধুনিক সুবিধা যেমন টেবিল, ৬টি চেয়ার, মিনি টি টেবিল, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং এয়ার কন্ডিশনার থাকবে।

বিশেষজ্ঞদের মতে, টেকসইভাবে নির্মিত হলে এই উদ্যোগের সুফল মিলবে। এমনটা না হলে  নতুন এই ডিজাইনে কেবল অর্থের অপচয়ই হবে।