images

জাতীয়

ধানমন্ডিতে আ.লীগের কয়েক মিনিটের মিছিল, ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৫, ০১:৫২ এএম

‎রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কয়েক মিনিটের মশাল মিছিল করেছে। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় একজনকে ধাওয়া দিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডির শংকরের প্রধান সড়কে এই মিছিল বের করেন আওয়ামী লীগের কর্মীরা। ‎গ্রেফতার ব্যক্তির নাম সুজিত রঞ্জন সরকার। তার দলীয় পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। ‎

‎মশাল মিছিলের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে সুজিত রঞ্জন সরকার নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।

‎বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের (ধানমন্ডি জোন) সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, রাত পৌনে ৮টার দিকে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী দুই-তিন মিনিট একটি মিছিল করে। এসময় ঘটনাস্থলে থেকে একজনকে আটক করা হয়।

‎একেএস/জেবি