images

জাতীয়

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স থেকে ৭টি অস্ত্র চুরি 

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিমান কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মামলা করি নাই। আমরা জিডি করছি থানায়।’ গত ২৮ অক্টোবর জিডিটি করা হয়েছে বলে জানান তিনি।

Sahjalal_Airport
গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। ছবি: সংগৃহীত 

 

এ বিষয়ে ইতোমধ্যেই বিমান মন্ত্রণালয় তদন্তও করছে বলে উল্লেখ করেন বুশরা। একইসঙ্গে জিডির প্রেক্ষিতে পুলিশও তদন্ত করছে বলে জানান তিনি। জিডিতে ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ করা হয়েছে। 

চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এমফোর কার্বাইন ও ব্রাজিলের টরাস পিস্তল রয়েছে। তবে সেগুলো কোন বাহিনীর অস্ত্র তা জানা যায়নি।

গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা লেগে যায়। 

ক.ম/