নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পিএম
রাজধানীর শ্যামপুরে যাত্রী সেজে এক অটোরিকশা চালককে মারধরের পর আহত করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে সাড়ে ৬টায় শ্যামপুর নিশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটোরিকশা চালক হলেন- মো. শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরখোলা গ্রামে।
আহতের স্ত্রী ময়না বেগম জানান, সায়েদাবাদ থেকে দুই যাত্রী নিয়ে শ্যামপুর জুরাইন এলাকায় যাওয়ার পথে নিষিপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ তাকে মারধর করে। এক পর্যায়ে তার অণ্ডকোষে আঘাত, মুখে কাপড় ঠেসে দিয়ে রাস্তায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। মারধরের পর অণ্ডকোষে আঘাত লাগায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এ ঘটনায় আমরা থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। তারা বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন।
একেএস/এআর