images

জাতীয়

মেট্রোরেল দুর্ঘটনা: তদন্তে ৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম

রাজধানীর ফার্মগেট স্টেশন এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি আরও জানান, আগামী ২ সপ্তাহের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টায় দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

উপদেষ্টার ওই ঘোষণার পর বিকেল ৩টার দিকে আংশিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।  পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে বলে জানান তিনি। 

এর আগে বেলা সোয়া ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। ফার্মগেট মেট্রোস্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থল পরিদর্শনে শেষে উপদেষ্টা বলেন, 'সেতু বিভাগের সচিব আবদুর রউফকে আহ্বায়ক করে আমরা তদন্ত কমিটি গঠন করেছি৷ তারা আগামী ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তারা আগের ঘটনার তদন্ত রিপোর্ট পর্যালোচনা করবেন এবং কেন এই ঘটনা ঘটছে সেটা খুঁজে বের করবেন।'

তিনি আরও বলেন, 'আমরা নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেব এবং পরিবারের যদি কেউ কর্মক্ষম থাকে তাকে মেট্রোরেলে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করব।' 

এআর