images

জাতীয়

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম

‎রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইন্সটিটিউটের সামনের মেট্রো স্টেশনের পাশের পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

metro_rail
সচিবালয়ে মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড উপর থেকে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

metro_rail-2
বন্ধ মেট্রো স্টেশন

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, কৃষিবিদ ইন্সটিটিউটের সামনে পিলার থেকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে এক পথচারী মারা যান। এ ঘটনায় মেট্রো চলাচল বন্ধ রয়েছে। আমরা এখনো নিহত ব্যক্তির নামপরিচয় শনাক্ত করতে পারিনি।

‎একেএস/এমআর