images

জাতীয়

ভিউ বাণিজ্যের কারণে অনেক লোকের জীবন বিপন্ন হতে পারে: প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম

ভিউ বাণিজ্যের কারণে অনেক লোকের জীবন বিপন্ন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শনিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে হোটেল লেকশো হাইটসে এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সকল অনলাইন, প্রিন্ট এবং টেলিভিশন মিডিয়া হাউজের সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, আমি সকলকে বলব যারা অভিজ্ঞ লোক আছেন, সাংবাদিকতার ইথিক্সটা বোঝেন, যারা প্রত্যেকটা শব্দ জানেন তাদেরকে নিয়োগ দিন। একটা শব্দের কারণে কিন্তু যুদ্ধ লেগে যেতে পারে। একটা শব্দের কারণে ভার্নারেবল অবস্থা তৈরি হতে পারে। সেই শব্দ যারা বোঝেন তাদেরকে সেই জায়গাগুলোতে (ডিজিটাল) নিয়োগ দেন। ভিউ পাওয়ার জন্য দিয়েন না। আপনার ভিউ পাওয়ার জন্য অনেক লোকের জীবন বিপন্ন হতে পারে। 

শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচনের আগে অনেক মিডিয়া কতিপয় গুজব ছড়াবে। এই জায়গায় ডিজিটাল মিডিয়ার চ্যালেঞ্জ বেশি। এজন্য তিনি সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। 

ফটোকার্ড বানিয়ে অনেকে বিভিন্ন জনের বক্তব্য এবং ভুয়া সংবাদ ছড়িয়ে দিচ্ছে। বিষয়টি উদ্বেগের বলেও মনে করেন তিনি। 

অনুষ্ঠানে এফবিসিসিআই এর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী, ঢাকা পোস্ট সম্পাদক কামরুল ইসলাম, কালবেলার অনলাইন প্রধান পলাশ মাহমুদ, ডিজিটাল মিডিয়া ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন, দীপ্ত টিভির অনলাইন ইনচার্জ মাসুদ বিন আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৯ ক্যাটাগরিতে সাংবাদিকতায় ডিজিটাল, প্রিন্ট ও টেলিভিশন বিভাগে সেরা কনটেন্ট, রিপোর্ট তৈরিকারীদের পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। 

এমআইকে/এএস