images

জাতীয়

মিরপুরে পাঁচ তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম

রাজধানীর মিরপুর-১২ এলাকার কালশীতে বিবাহবাড়ী কমিউনিটি সেন্টারের পাঁচ তলা ভবনে আগুন লেগেছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখার সময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। তাদের আরও চারটি ইউনিট যুক্ত হওয়ার কথা রয়েছে। 

পরে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে যুক্ত হয়।  

566478620_24930329113300674_482474860466012769_n
বিবাহবাড়ী কমিউনিটি সেন্টার নামে ভবনটিতে আগুন লাগে। একই ভবনে তৈরি পোশাক কারখানাও রয়েছে। ছবি: সংগৃহীত

 

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। 

এলাকাবাসী জানায়, পাঁচ তলা ভবনের নিচতলা কমিউনিটি সেন্টার, উপরের চার তলায় একটি ছোট গার্মেন্টস রয়েছে। শুক্রবার থাকায় কারখানাটি বন্ধ ছিল। 

এএসএল/এএইচ