images

জাতীয়

বন্যায় আরও তিনজনের মৃত্যু, মোট ৯৫

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই ২০২২, ০৭:৩১ পিএম

দেশের উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এবারের বন্যায় এখন পর্যন্ত মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।   এই পরিসংখ্যান গত ১৭ মে থেকে মারা যাওয়া ব্যক্তিদের।

শনিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আরও তিনজনের মৃত্যুর খবর জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, মোট মারা যাওয়াদের মধ্যে সিলেট বিভাগের ৫৬ জন এবং ৩৩ জন ময়মনসিংহ বিভাগের।

বিবৃতিতে বলা হয়, বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭৪ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে পাঁচজন, মৌলভীবাজারে পাঁচজন, টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ছয়জন, নেত্রকোনায় ১১ জন, জামালপুরে নয়জন, শেরপুরে সাতজন, কুড়িগ্রামে চারজন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।

জেবি