images

জাতীয়

বিমানবন্দরে আগুন: এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পিএম

রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন পুরোপুরি নির্বাপনে এখনও ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট কাজ করছে। আশা করা যাচ্ছে বিকেলের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা সম্ভব হবে।

‎রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

‎শাহজাহান শিকদার বলেন, আগুন নির্বাপনে আজকে সকাল থেকে এখনও ২৩টি ইউনিট কাজ করছে। আশা করছি আজ বিকেল ৪টার মধ্যে পুরোপুরি অগ্নিনির্বাপণ সম্পন্ন হয়ে যাবে।

‎এর আগে, গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুপুর ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল।

‎এদিকে, ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌ বাহিনী, সেনাবাহিনী এবং বিজিবির ২ প্লাটুন সদস্য উদ্ধার সহায়তায় কাজ করেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের ২৭ জন আহত হয়েছে। তাদেরকে সিএমএইচ ও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

‎অন্যদিকে, এয়ারপোর্টে লাগা আগুনে কার্গো ভিলেজে আমদানি করা সব পণ্য ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

‎একেএস/এফএ