images

জাতীয়

আগুন নেভাতে বাতাস মোকাবেলা চ্যালেঞ্জের ছিল: ফায়ার সার্ভিসের ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক বাতাসের চাপের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বাতাস মোকাবেলা অনেক চ্যালেঞ্জ ছিল৷ এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাত ঘণ্টা সময় লেগেছে। 

আগুনের ঘটনায় শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে এক ব্রিফিংয়ের এসব বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। 
 
মহাপরিচালক বলেন, এখন শুধু নির্বাপনের কাজ চলছে। এ ঘটনায় দুজন ফয়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন। এছাড়াও আনসারের কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। 

আগুনের সূত্রাপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি মহাপরিচালক। তিনি বলেন, ভেতেরের ছোট ছোট ঘরে বিভিন্ন জিনিসপত্র থাকায় প্রত্যেকটি জায়গায় একে একে আগুন নেভাতে হয়েছে। আগুন সম্পূর্ণ এখনো নির্বাপন হয়নি। 

এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, কী কী জিনিসপত্র পুড়ে গেছে সব কিছু এখনই বলা সম্ভব নয়। আমাদের প্রথম কাজ হলো সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপন করা এবং এই আন্তর্জাতিক বিমানবন্দরকে সচল করার উপযোগী করা। 

এমআইকে/এএসএল/ক.ম