images

জাতীয়

শাহজালালে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের কমিটি

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।  

568048776_1364884985502230_4353964295651074676_n
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি: রয়টার্স

 

আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আকস্মিকভাবে আগুন লাগে বলে জানা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—
১. মু. রইচ উদ্দিন খান, প্রথম সচিব, জাতীয় রাজস্ব বোর্ড
২. মোঃ তারেক হাসান, প্রথম সচিব, জাতীয় রাজস্ব বোর্ড
৩. মুহাম্মদ কামরুল হাসান, যুগ্ম কমিশনার, কাস্টম হাউস, ঢাকা
৪. পঙ্কজ বড়ুয়া, উপসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (সদস্য সচিব)

কমিটি দ্রুততম সময়ে অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউজের আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে।

এমআর/ক.ম