নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভানোর কাজ করছে গিয়ে আহত হওয়া ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরার উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
পুলিশের এ কর্মকর্তা বলেন, বর্তমানে বিমানবন্দরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮টি সরকারি সংস্থা কাজ করছে। এই ঘটনায় এখন পর্যন্ত আহত ১০ জনকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। পাশাপাশি কাছ থেকে আগুন নেভাতে আনা হয়েছে ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’। এ রোবট মানুষের সাহায্য ছাড়াই খুব কাছ থেকে আগুনে পানি নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া যেখানে আগুনের শিখা রয়েছে সেখানেও পানি দিতে পারে রোবটটি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্গো সেকশনে সংঘটিত অগ্নিনির্বাপণে কাজ করছে বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী ও সেনাবাহিনী।
এমকেআই/এসএইচ/ক.ম