images

জাতীয়

স্কাই ক্যাপিটালের অফিস থেকে আগুনের সূত্রপাত: প্রত্যক্ষদর্শীদের বয়ান

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম

বিমানবন্দরের কার্গো ভিলেজে প্রথম আগুন লাগে ‘স্কাই ক্যাপিটেল এয়ারলাইন্স লাউঞ্জে’। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পর্যায়ক্রমে আশপাশের গুদামে। শনিবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানবন্দরের আট নম্বর গেট থেকে শুরু করে কার্গো ভিলেজের দুই ও তিন নম্বর গেট পর্যন্ত আগুনে পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। 

শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে বিভিন্ন কুরিয়ার ও কার্গোতে কর্মরত কর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য পাওয়া গেছে। 

566490359_830356566347329_8967536082696829720_n
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি: ঢাকা মেইল 

 

আগুনের ঘটনার এসব প্রত্যক্ষদর্শী জানান, স্কাই ক্যাপিটেল এয়ারলাইন্স নামে একটি অফিস থেকে আগুনের সূত্রপাত। তারপর কুরিয়ার ইউনিট, এরপর আগুন তিন, দুই, এক নম্বর গোডাউনে ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের বেল অর্ডার অপারেটর ওয়ালিদ বলেন, দুপুর ২টার দিকে স্কাই লাউঞ্জে আগুনের ধোঁয়া দেখা যায়। তখন ভেতরে থাকা ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর নৌবাহিনীর একটি গাড়ি যোগ দেয়। এতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্গো এলাকায় ছড়িয়ে যায়।

556888744_1583358639299802_7560169037332404597_n
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি: ঢাকা মেইল 

একটি কার্গো কোম্পানির কর্মী আরিফুল ইসলাম রতন বলেন, তারাও জেনেছেন প্রথম আগুন লাগে স্কাই ক্যাপিটেল নামে একটি অফিসে। এরপর কুরিয়ার অফিসগুলোতে ছড়িয়ে পড়ে৷  

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এখন কার্গো থেকে আবার ৮ নম্বর গেটের দিকে আসছে। কার্গো ভিলেজের বিভিন্ন গুদামে গার্মেন্টস পন্য, পাওয়ার প্লান্ট, নেটওয়ার্কের সেম্পল, ইন্ডাস্ট্রিয়াল স্যাম্পল, বিদেশ থেকে আসা বিভিন্ন ব্যবসায়ীর স্যাম্পল ছিল। তবে আজ শনিবার কার্যক্রম বন্ধ ছিল। 

ঘটনার শুরুর দিকে আমদানি কার্গো কমপ্লেক্সের স্কাই ক্যাপিটাল লাউঞ্জ থেকে আগুনের ধোঁয়া দেখা গেলে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফায়ার স্টেশন আগুন নেভানোর চেষ্টা শুরু করে। এরপর নৌবাহিনীর একটি ইউনিট যোগ দেয়। 
 
এমআইকে/এএসএল/ক.ম