images

জাতীয়

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের কাজে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। শনিবার (১৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। এ ছাড়া ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ বাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কাজ করছে। 

14638
শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত 

ঘটনাস্থলে উপস্থিত আছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

এদিকে ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে তাদের ৩০টি ইউনিট কাজ করছে। আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
 
এর আগে দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর থেকে ফ্লাইট রেডারে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল। 

14641
শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত 

আগুনের কারণে এরই মধ্যে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
 
বিমানবন্দরের একটি সূত্র জানায়, আগুনের কারণে শাহজালালে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। ঢাকাগামী কিছু ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবে।
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী। যেই সেকশনে আগুনের ঘটনা ঘটেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয় বলেও জানান তিনি। 

এসএইচ/ক.ম