নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পিএম
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় বিপুল পরিমাণ রপ্তানি ও আমদানির পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে করে কয়েক কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
কার্গো ভিলেজে মূলত রপ্তানিযোগ্য পোশাক, ইলেকট্রনিকস পণ্য, ওষুধ ও অন্যান্য বাণিজ্যিক সামগ্রী সংরক্ষণ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও আগুনের এ ঘটনায় বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, শাহজালাল বিমানবন্দরের আগুন নেভানোর জন্য বিমানবন্দরের ফায়ার সার্ভিসের লোক কাজ করছে। বিমানবাহিনী থেকে ফায়ার ইউনিট এসে তারাও যুক্ত হয়েছেন। প্যারালালি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসেও কাজ করছে।
শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে। সবশেষ বিকাল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এদিকে এ ঘটনায় সব রুটের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এমএইচএইচ/ক.ম