নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো। এ ঘটনায় বিমানবন্দরের আশপাশের এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে বিকাল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও ছয়টি ইউনিট যুক্ত হতে যাচ্ছে।
আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। দেখা গেছে, বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।
এমআর/ক.ম