images

জাতীয়

সেই কেমিক্যাল গোডাউনের দরজা ভাঙা হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৫, ০১:০৫ পিএম

মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অবশেষে ‘কসমিক ফার্মা’ নামে একটি কেমিক্যাল গোডাউনের দরজা ভাঙা হয়েছে। তবে এখনও ভেতরে থাকা রাসায়নিকগুলো সরানো সম্ভব হয়নি।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি কেমিক্যাল বিশেষজ্ঞ দল গোডাউনের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। পরে তালাবদ্ধ একটি অংশের দরজা ভেঙে তারা ভেতরে ঢোকে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের পাঁচ সদস্যের কেমিক্যাল বিশেষজ্ঞ টিম গোডাউনের তালাবদ্ধ অংশে প্রবেশ করেছে। এজন্য দরজা ভাঙতে হয়েছে। তবে এখনো কেমিক্যালগুলো সরানো হয়নি। শিগগিরই কেমিক্যাল অপসারণের কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, গোডাউনে ঢোকার পর ভেতরে কোনো লাশ আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে মঙ্গলবার রাতে পোশাক কারখানা অংশে চালানো অভিযানে ১৬টি লাশ উদ্ধার করা হয়। গার্মেন্টস অংশে এখন আর কোনো লাশ নেই বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তথ্যমতে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ উদ্ধার হওয়া লাশের সংখ্যা এর চেয়ে বেশি।

পাশাপাশি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের মালিকদের এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের সন্ধানে অভিযান চলছে। 

অগ্নিকাণ্ডের কারণ, কেমিক্যাল গোডাউনের অনুমোদন, ও নিরাপত্তাব্যবস্থা— এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ওই ভবনে আগুন লাগে। ভবনটিতে একটি পোশাক কারখানা ও নিচতলায় কেমিক্যাল গোডাউন ছিল। অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে থাকা বহু শ্রমিক আটকা পড়ে। উদ্ধার কাজ চলাকালে পোড়া লাশ বের করে আনতে দেখা যায় দমকল বাহিনীকে।

স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে কেমিক্যাল গোডাউন গড়ে তোলা হলেও সেটি ছিল অবৈধ ও অননুমোদিত। ফলে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

এমআইকে/এইউ