নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৬ এএম
রাজধানীর কলাবাগান এলাকায় ডিপ ফ্রিজের ভেতর থেকে তাসলিমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগান ফার্স্ট লেন এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
নিহতের স্বজনরা জানান, সন্তানের অভিযোগের প্রেক্ষিতে বাসার ফ্রিজ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা কলাবাগান থানার ফাস্ট লেনের লন্ডন কলেজের পাশের একটি ভবনে স্বামী ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন। তার স্বামীর নাম নজরুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, নিহতের ৩ মেয়ে। বড় মেয়ের বয়স ১৯ বছর, মেজো মেয়ের বয়স ১১ বছর ও ছোট মেয়ের বয়স ৫ বছর। ছোট মেয়ে তার ভাইয়ের বাসায় থাকতো। গতকাল রোববার দিবাগত রাত ১১টা থেকে ৭টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের বড় মেয়ের বরাত দিয়ে তিনি বলেন, আজ ভোরে নজরুল ইসলাম মেয়েদের ঘুম থেকে তুলে তাদের নিয়ে বাসা থেকে বের হয়ে যান। এই সময়ে মেয়েরা তাদের মায়ের কথা জানতে চাইলে নজরুল ইসলাম বলে সে অন্য লোকের সঙ্গে চলে গেছে। তারপর মেয়েদের নানার বাসা আদাবরে দিয়ে আসেন। পরবর্তীতে মেয়েদের সন্দেহ হলে তারা নানা বাড়ির স্বজনদের জানান। তারা থানায় এসে খবর দিলে পুলিশ গিয়ে বাসার তালা ভেঙে প্রবেশ করে। পরবর্তীতে বাসার ডিপ ফ্রিজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বর্তমানে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
একেএস/এফএ