images

জাতীয়

অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম

‎রাজধানীর হাতিরঝিল এলাকায় বসের ভেতর এক যাত্রীকে অজ্ঞান করে সব হাতিয়ে নেওয়ার সময় অজ্ঞান পার্টি চক্রের ৫ সদস্যকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

‎বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হাতিরঝিল রেনবো ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

‎অজ্ঞান পার্টির খপ্পরে পড়া আহত ব্যক্তি হলেন- আব্দুল মান্নান (৪২)। ভুক্তভোগী আব্দুল মান্নান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা।

‎প্রতারক চক্রের আটককৃত ৫ সদস্য হলো– আব্দুর রশিদ, কামাল, বেল্লাল, নুর আলম ও  উসমান।

‎ঘটনার প্রত্যক্ষদর্শী বাসের যাত্রী হামিম বলেন, গুলিস্তান থেকে ছেড়ে আসা গাজীপুর পরিবহন নামে একটি বাসে অজ্ঞান পার্টির সদস্যরা মান্নানকে কৌশলে মাদক জাতীয় দ্রব্য খাওয়ায়। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় মান্নানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৫৯ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। এরপর বাসে থাকা অন্যান্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে পাঁচ সন্দেহভাজনকে ধরে ফেলে এবং গণপিটুনির পর পুলিশে খবর দেয়।

‎হামিম আরও বলেন, এ সময় মান্নানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৫৯ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইলফোন উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন ব্যক্তি ও গণপিটুনিতে আহত পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

‎এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অজ্ঞান পার্টির কবলে পড়া ব্যক্তি বর্তমানে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন এবং আহত পাঁচজন প্রতারক জরুরি বিভাগে চিকিৎসাধীন।

‎একেএস/এআর