নিজস্ব প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতভর র্যাব-২ ও সেনাবাহিনী এ অভিযান চালায়।
গ্রেফতাররা হলেন— মো. মনোয়ার হোসেন, মো. আবিদ হোসেন, মো. নুর ইসলাম, মো. বন্যা, মো. আব্দুল লতিফ, মো. আলমগীর, মো. বুলু, মো. ফিরোজ, আলামিন, ভুট্টু, মো. আসলাম, মো. জাফর, মো. তাজউদ্দিন, মো. মাসুম, মো. জাবেদ, মো. মুরাদ ও মো. বাবু।
রোববার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
তিনি জানান,জেনেভা ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। র্যাব-২ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল শনিবার রাতভর সেখানে অভিযান চালায়। এসময় ১৭ জনকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দিনের বেলা আত্মগোপনে থেকে রাতে ছিনতাই, মাদক বিক্রি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং অনেকেই আগে কারাভোগ করেছেন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সামুরাই তরবারি এবং ৪ কেজি ৯৬৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একেএস/এএইচ