images

জাতীয়

নড়াইল-১ আসনের সাবেক এমপি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

ঢাকায় গ্রেফতার হলেন নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তি। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিকেতন থেকে তাকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

‎তিনি জানান, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে নিকেতন থেকে গ্রেফতার করা হয়েছে।

‎আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টে নড়াগাতী থানায় মুক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন নড়াগাতী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী।

‎মামলার এজহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হকসহ বাকি আসামিরা ১৫ আগস্ট সন্ধ্যার দিকে বিভিন্ন দেশীয় অস্ত্র, শটগান, বন্দুক, হাতবোমা নিয়ে কালিয়া উপজেলার বাগুডাঙ্গা এলাকায় বেআইনিভাবে সমাবেশ করেন। 

আওয়ামী লীগ সরকারের বিরোধী বিএনপি নেতাকর্মীদের মিছিলে বিশৃঙ্খলার পাশাপাশি জনমনে ভয় ও ত্রাস সৃষ্টি করে এলাকার মানুষের মালামাল লুটপাটের চেষ্টা করেন আসামিরা। এমনকি অনেককে খুন–জখমের হুমকিও দেওয়া হয়। 

হাতবোমার বিস্ফোরণের সঙ্গে শটগান ও বন্দুকের থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন তারা। এতে ভয়ে ওই এলাকা ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নেন বিএনপির নেতাকর্মীরা।

একেএস/এএইচ