জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ জুন ২০২২, ০৪:১৬ পিএম
জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিদিন একাধিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। কেউ মানববন্ধন, কেউ অনশন, কেউ আবার বিক্ষোভ সমাবেশ করতে জড়ো হন এখানে। তবে বুধবার (২৯ জুন) বেলা ১১টার দিকে একটি ব্যতিক্রমী কর্মসূচি লক্ষ্য করা গেছে। এই কর্মসূচির আয়োজকরা সবাই প্রতিবন্ধী। যারা বধির তারা নিজেদের কথা তুলে ধরছিলেন হাতের ইশারায়। যিনি মাইকে বক্তব্য রাখছিলেন তিনি বসা ছিলেন হুইল চেয়ারে।
প্রতিবন্ধী এই মানুষগুলোর মানববন্ধন করার পেছনের কারণ হলো এবারের বাজেটে যেন তাদের জন্য মাসিক ভাতার পরিমাণ বাড়ানো হয়। প্রস্তাবিত বাজেটে আগের চেয়ে দেড়শ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে। যদিও প্রতিবন্ধী এসব মানুষের দাবি- অন্তত মাসিক ভাতা যেন দুই হাজার করা হয়।
এই কর্মসূচির আয়োজক বাংলাদেশ জাতীয় বধির সংস্থা। কর্মসূচিতে অংশ নেন প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা বাড়ানোর কথা বলেছিল সরকার। কিন্তু বাজেটে যে পরিমাণ ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি উপহাসের শামিল।

মানববন্ধনে অংশ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা ভাতা বৃদ্ধির ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তার প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা সভাপতি শাহাদাত আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল, ২০২৫ সালের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা দুই হাজার ৫০০ টাকায় উন্নীত করা হবে। সে অনুযায়ী, ২০২২ সালে প্রতিবন্ধীদের ভাতা হওয়ার কথা দুই হাজার ২০০ টাকা। কিন্তু প্রস্তাবিত বাজেটে ভাতা মাত্র ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে ভাতা দাঁড়াবে ৮৫০ টাকা। আমরা চাই, এই বিষয়টি পরিবর্তন করে বাজেট পাস করা হোক।’
বিইউ/জেবি