images

জাতীয়

‘মাদক কেড়ে নিয়েছে আমার ভাইয়ের জীবন’

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

রাজধানীর কদমতলীর দক্ষিণ ধনিয়া এলাকায় আনোয়ারুল আজিম তানভীর (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তিনি মাদকের সঙ্গে জড়িয়ে বিপথে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

‎রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল চারটায় কদমতলী দক্ষিণ ধনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিচে নামিয়ে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের বড় বোন নাজনিন আক্তার জানান, আমাদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার এলহাবাদ গ্রামে। তানভীর কদমতলীর দক্ষিণ ধনিয়া শিয়া মসজিদ গলির একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো।

‎তিনি বলেন, ‘দুই বছর আগে তানভীর সৌদি আরব থেকে দেশে আসে। এসে কোনো কাজ করতো না। সম্প্রতি সে মাদকাসক্ত হয়ে পড়ে। সেই মাদকই আমার ভাইয়ের জীবন কেড়ে নিল।’

নাজনিন আরও বলেন, ‘তানভীরের চার বছরের একটি মেয়ে এবং দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্ত্রীকে সে প্রায়ই মারধর করতো। কিন্তু গলায় ফাঁস দিল কী কারণে তা জানি না।’

‎তানভীরের শ্যালক শাহিন বলেন, খবর পেয়ে বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজা ভেঙে ফেলি। ভেতরে ঢুকে দেখি দুলাভাই ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে ইতোমধ্যে জানানো হয়েছে।’

একেএস/এএইচ