images

জাতীয়

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায় তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়াকে প্রশাসনের ভেতরে ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, তিনি মাত্র ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে যোগ দিয়েছিলেন। ওই সময় তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। জনপ্রশাসন সচিবের দায়িত্ব পাওয়ার পর থেকেই তার কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের ভেতরে ও বাইরে নানা আলোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, তার সময়ে পদায়ন ও পদোন্নতিতে স্বচ্ছতা ছিল না। অনেক যোগ্য কর্মকর্তা উপেক্ষিত হয়েছেন। আবার অযোগ্যদের প্রাধান্য দিয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি উঠেছে।

বিশেষ করে জেলা প্রশাসক, সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধান নিয়োগে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ পাওয়া গেছে। এসব নিয়ে প্রশাসনের ভেতরে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। এমনকি কিছু নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এ বিষয়ে কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান জনপ্রশাসন সচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, সরকারের সর্বোচ্চ মহল থেকে সরাসরি হস্তক্ষেপ না হলে এত দ্রুত একজন সিনিয়র সচিবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসত না। বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর মধ্য দিয়ে জনপ্রশাসনের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার প্রয়াস স্পষ্ট হয়ে উঠেছে।

সরকারি প্রজ্ঞাপনে মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হলেও, তাকে কোন দায়িত্ব দেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়। সাধারণত পরিকল্পনা কমিশনের সদস্যরা নির্ধারিত সেক্টরের উন্নয়ন পরিকল্পনা, প্রকল্প মূল্যায়ন ও নীতিনির্ধারণে যুক্ত থাকেন।

এইউ