images

জাতীয়

ভোটার তালিকা-এনআইডি বিষয়ক লেখা সংগ্রহে সময় বাড়াল ইসি

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির জন্য গঠিত কমিটির কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে লেখা আহ্বানসহ প্রতিবেদন দাখিল করতে হবে সংশ্লিষ্ট কমিটিকে।

সম্প্রতি ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ক লেখা সংগ্রহ, যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কমিটি কর্তৃক লেখা আহ্বানসহ প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানানো হলো। এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হলো।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, এখন যারা শিশু ও কিশোর রয়েছে তারা যাতে আগে থেকেই জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার গুরুত্ব বুঝে উঠতে পারে সেই লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া, ব্যবহার এবং সচেতনতা সৃষ্টি করার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের সকল বিষয় যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ছোট গল্প, নাটিকা, সংলাপ বা প্রবন্ধ আকারে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা হতে পারে। এতে শিক্ষার্থীরা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। এজন্য মাঠ পর্যায়সহ নির্বাচন কমিশন সচিবালয়ের সকল পর্যায়ে কর্মকর্তাদের এ সংক্রান্ত লেখা আহ্বান করা হবে।

এনআইডি ডিজি বলেন, পাঠ্যপুস্তকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র কার্যক্রমে অন্তর্ভুক্ত করার অন্যতম কারণ হলো শিক্ষার্থীরা যাতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এছাড়া ভবিষ্যতে প্রজন্ম যাতে জাতীয় পরিচয়পত্রে ভুল তথ্য প্রদানে সতর্ক হয়ে উঠতে পারে সেটিও এখানে উল্লেখ করা হবে।

সবশেষে ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন।

এমএইচএইচ/এফএ