জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিমান বাহিনীর একটি কার্গো উড়োজাহাজে করে এই ত্রাণসামগ্রী আফগানিস্তানের উদ্দেশে পাঠানো হয়।
সরকারি ব্যবস্থাপনায় পাঠানো এই ত্রাণের মধ্যে রয়েছে কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ পানির বোতল, শুকনো খাবার, কাপড় এবং প্রয়োজনীয় ওষুধ। সবমিলিয়ে প্রায় ১১ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।
এই ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল আফগানিস্তানে যাচ্ছে। এই দলে রয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের একজন সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন সদস্য।
ত্রাণ কার্যক্রম তদারকিতে নিয়োজিত প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশন ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন জানান, আফগানিস্তানে ভূমিকম্পে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সহায়তা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে ভূমিকা রাখবে। বিশেষ করে খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের সংকটে থাকা মানুষের জন্য এই ত্রাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে উপকারে আসবে।
ত্রাণ পাঠানোর কাজে সমন্বয় করেছে বাংলাদেশ সরকারের একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপ।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ২ হাজারের বেশি মানুষ নিহত হন, আহত হন সাড়ে তিন হাজারেরও বেশি। ধসে পড়ে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৮ হাজার ঘরবাড়ি। ভূমিকম্পের ফলে অঞ্চলটিতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
এর আগে, ২০২২ সালেও আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশ থেকে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল। চলমান সংকটে এবারও বাংলাদেশ সে ধারাবাহিকতা বজায় রেখে সহমর্মিতা প্রকাশ করেছে।
এমআইকে/এইউ