জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জুন ২০২২, ০২:৩৮ পিএম
পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে না পেরে পদ্মার দুই প্রান্তেই বাইকাররা অবরোধ করেছেন। এতে করে গাড়ি চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হয়। তবে বাইকারদে সেই অবরোধ তুলে নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে দেখা গেছে। দুপুর দুইটার পর থেকে পুলিশের সাথে সেনাবাহিনীর সদস্যরাও বাইকারদের সড়ক থেকে সড়াতে সাহায্য করেন। পদ্মা সেতুর মাওয়া এবং জারিরা প্রান্ত দুই পাশেই বাইকারদের অবরোধ দেখা যায়। অবরোধ চলাকালে দুই পাশে বেশ বিপাকে পড়ে যান এই রুট ব্যবহার করে চলাচলরত গাড়িগুলো।
বেপরোয়া বাইক চালানোর ফলে সংঘটিত দুর্ঘটনায় প্রাণহানির পর সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা দিয়েছে সেতু বিভাগ। এতে পদ্মা সেতু দেখতে যাওয়াদের চেয়ে বেশি বেকায়দায় পড়েছেন প্রয়োজনে সেতু পার হওয়া মোটরসাইকেল চালকরা। তাই কৌশল করে পিকআপে করে সোমবার (২৭ জুন) সকাল থেকে মোটরসাইকেল পার করতে দেখা যায়।
ডব্লিউএইচ/ একেবি