নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ এএম
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। সেখানে ৬০/৭০ জন জড়ো হন। তারা হঠাৎ করেই কাউন্টারে হামলা ও ভাঙচুর করেন এবং কয়েকজনকে কুপিয়ে আহত করেন। এসময় পাশে সোহাগ পরিবহনের মালিকের বাসায়ও হামলা চালানো হয়।
এ ঘটনার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করেছে সোহাগ পরিবহন কর্তৃপক্ষ।
রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।
আহত কয়েকজনকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জেবি