images

জাতীয়

সিদ্ধেশ্বরীতে মসজিদের আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

রাজধানী ঢাকার মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী স্কুলের পাশের মসজিদে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
মঙ্গলবার রাতে বিষয়টি জানান ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিইটি অফিসার রোজিনা খানম। তিনি জানান, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ছুটে যায়। তারা গিয়ে ৭টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

এমআইকে/ক.ম