নিজস্ব প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় ৪৪৮ কোটি টাকার দান আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদক জানায়, দীর্ঘ অনুসন্ধানের পর এই মামলা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। অভিযোগে বলা হয়, আসামিরা সূচনা ফাউন্ডেশন নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান গঠন করে এনজিও বিষয়ক ব্যুরো এবং সমাজসেবা অধিদফতরের কাছ থেকে নিবন্ধন নেন। এরপর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দিয়ে তাদের কাছ থেকে ডোনেশনের নামে বিপুল অর্থ আদায় করেন। কিন্তু প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে সেই অর্থ আত্মসাৎ করেন তারা।
মামলায় যাদের আসামি করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি সায়মা ওয়াজেদ, চেয়ারপারসন অধ্যাপক মাজহারুল মান্নান, সাবেক বিসিবি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ট্রাস্টি সায়ফুল্লাহ আব্দুল্লাহ সোলেনখী, ট্রেজারার মো. শামসুজ্জামান, ট্রাস্টি জ্যান বারী রিজভী এবং ভাইস চেয়ারম্যান প্রাণ গোপাল দত্ত।
এছাড়া সাবেক মন্ত্রী ও এমপিদের মধ্যে রয়েছেন- প্রফেসর রুহুল হক, নুরুল ইসলাম, সালমান এফ রহমান, এ কে এম রহমাতুল্লাহ, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈন উদ্দীন হাসান রশিদ, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বিল ট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান এনায়েতুর রহমান এবং হামিদ রিয়েল এস্টেটের চেয়ারম্যান ইন্তেকাবুল হামিদ।
কর সুবিধা প্রদানসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে সাবেক এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং বর্তমান ও সাবেক আরও কয়েকজন কর কর্মকর্তা ও সদস্যকেও মামলার আসামি করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট দুদক সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। একই বছরের ২৪ নভেম্বর ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চলতি বছরের ফেব্রুয়ারিতে এনবিআর ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করে এবং ২৯ জানুয়ারি দুদক প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে একে ‘অস্তিত্বহীন’ বলে ঘোষণা করে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন অনুযায়ী দ্রুততম সময়ে মামলার কার্যক্রম শুরু হবে।
এমআই/এফএ