images

জাতীয়

নাট-বল্টু খুলে নেওয়ার বিষয়ে ভাবেননি পদ্মা সেতুর প্রকল্প পরিচালক

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন ২০২২, ০৩:১৫ এএম

যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিন পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটকে ভিডিও আপলোড করায় বায়েজিদ নামে এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে এমন অপকর্মের বিষয়ে কখনও ভাবেননি পদ্মা সেতুর প্রকল্প পরিচালক।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম এ বিষয়ে বলেছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করা যাত্রীরা নাট-বল্টু খুলে নিবে এমনটা কখনও ভাবিনি। এখানকার বেশ কয়েকটি ঘটনা খুবই বিব্রতকর, এমনভাবে কখনও কল্পনা করিনি। অনেক সময়ে দেখা গেছে সাধারণ মানুষ অবৈধভাবে সেতুর ওপরে উঠে হাঁটছে। অথচ সেতুর ওপরে হাঁটা-চলা করা সম্পূর্ণ নিষেধ। এদের সামলাতে আমাদের টহলরত লোকজনও হাঁপিয়ে উঠছে।

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনায় সাধারণ মানুষও ভয় পেয়ে গিয়েছিল। কারণ, তারা এ স্বপ্নের সেতুটির ক্ষতির আশঙ্কা করছিল। তবে এ বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, সেতুর ওপরের অংশে মেটাল ব্যারিয়ারের সব নাট টাইট দেওয়া হয়নি। তবে এটা ঝুঁকিপূর্ণ না। এটা দিতে হয় তাই দেওয়া। নাট টাইট দেওয়াসহ কিছু কাজ বাকি আছে। তবে এ নাটগুলো কেউ খুলতে যাবে বলে ভাবিনি। 

অপরদিকে সেতুতে টিকটকার ওঠার বিষয়ে তিনি বলেন, মোটরসাইকেল, বাসসহ অনেক যানবাহন কেবল পদ্মা সেতুতে খ্যাপে যাত্রী-টিকটকার নিয়ে আসছে। তাদের এনে সেতুর মাঝখানে ছেড়ে দেয়া হচ্ছে। তারা এর বিনিময়ে ওই টিকটকারদের কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছে। এটা সত্যিই অকল্পনীয়।

এমইউ